জীবন পাল্টানো কিন্তু এত সোজা কাজ না । প্রতিদিনের এই ইদুর দৌড়ে একদম অন্য কিছু ভাবা অর্থাৎ (think out of the box) ইউনিক কিছু ভাবা।
এবং সেটা করে দেখানো বেশ কঠিন , কারণ সমুদ্রের স্রোতের বিপরীতে, জাহাজ বা নৌকা চালানো অনেক সময় কিন্তু,
দক্ষ মাঝি বা নাবিক এর কাছে ও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাও মাঝি বা কেউ কিন্তু হাল ছেড়ে দেয়না। এবং ,
তার এই হাল না ছেড়ে দেওয়ার মানসিকতা তাকে ঠিক তীরে পৌঁছে দেয়।,https://www.dailyjanakantha.com/lifestyle/news/792542
তাই আজকে তোমাদের সামনে এমন কিছু বই এর উদাহরণ দেবো যেটা তোমাকে সেই রকম দক্ষ নাবিক বা মাঝি তৈরি করবে,
তাহলে চলো শুরু করা যাক, আজকের book scoop এর যাত্রা।
ATOMIC HABITS BY JAMES CLEAR
এই বইতে লেখক বলেছেন তুমি যদি তোমার জীবনে প্রতিদিন ছোট ছোট পাওয়ারফুল, পজিটিভ অভ্যাস তৈরি তাহলে কিন্তু
লং টার্মে অর্থাৎ ভবিষ্যতে গিয়ে এটা খুব বড় একটা রেজাল্ট দেবে। তোমার জীবনে বড় প্রভান পড়বে এবং https://thebookscope.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87/
ধরো তুমি যদি প্রতিদিন দু পাতা করে বই পড়ো তাহলে দেখবে, বছর শেষে তুমি ৬০০ পাতারও বেশি বই পড়ে ফেলেছ,
অর্থাৎ ৩০০ পাতার দুটো বই তুমি শেষ করে ফেলেছো তোমার অজান্তেই । শুধু বই পড়া নয় এটা তোমার কিন্তু
ইংরেজিতে কথা বলতে শেখা বা অংক প্র্যাকটিস করার সাথেও প্রযোজ্য।
Dare to lead (নেতৃত্ব দেয়ার সাহস)
ব্রেন ব্রাউন এর লেখা এই বই মানুষকে সাহস ,সহানুভূতি, এবং দুর্বলতার সাথে নেতৃত্ব দিতে শেখায়। শুধু তাই নয়, এই বই
নেতৃত্বকে নতুন করে সংজ্ঞায়িত করে। তাই জীবনে যদি নেতৃত্ব দিতে চাও তাহলে এই বই তোমাকে পড়তেই হবে।
The 7 habits of highly effective people
Stephen R convey এর লেখা এই বই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবনের ব্যক্তিগত ও পেশাদার দিকগুলোকে,
সাফল্য অর্জনের জন্য একটা ভালো রাস্তা দেখায়। তাই সাফল্য অর্জনের ইচ্ছা থাকলে এই বই তোমাকে পড়তে হবে।
Maybe you talk to someone (Lori Gottlieb)
লরি গোটিলেব এর লেখা এই বই তোমাকে হিউম্যান থেরাপির একদম গভীরে নিয়ে যাবে । এছাড়াও এই বই থেকে
তুমি জানতে পারবে কিভাবে নিজের মনকে বুঝে এবং সেটা নিরাময়ের মাধ্যমে তুমি আরো better person তৈরি হবে।
