ধনী হওয়ার জন্য যে নয়টা বই পড়া উচিত-Nine books you should read to become Rich

বর্তমানের এই ফাস্ট লাইফ এ নিজের ওয়েলথ (wealth) তৈরি করা, বা ধনী হওয়া বেশ কঠিন। অর্থের প্রাচুর্য আমরা

সবাই চাই। সেই জায়গায় পৌঁছানো কিন্তু এত সোজা না। তার জন্য লাগবে অনেক ধৈর্য আর ডিসিপ্লিন ।

পড়তে হবে নানা ধরনের self-help বই। তাই আজকে তোমাদের জন্য সেই রকম কিছু বই এর কথা শেয়ার করব।

সমস্ত বই পাঠক দের প্রশংসা যেমন অর্জন করেছে তেমনি  মিলিয়ন এর উপর এই বই এর কপিও বিক্রি হয়েছে।

তাহলে চলো আজকে তোমাদের নিয়ে যাই সেই সব বই এর জগতে,

The winner effect

ইয়ান রবার্টসন এর লেখা এই বই, মানুষ এর সাফল্য ও ব্যর্থতার জন্য দায়ী বিভিন্ন জৈবিক ও মনস্তাত্ত্বিক কারণ

গুলোর উপর নজর দিয়ে লেখা হয়েছে। বইয়ের নাম “winnereffect” ব্যাখ্যা করে যে তোমার জীবনে success কি ভাবে তোমার মস্তিকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে,

A 22-year-old Indian man in college clothes stands with one of the world's best books, "The Winner Effect," in his hand.
A boy hold “the winner effect”book

এবং তোমার মস্তিকে টেস্টোস্টেরন এবং ডোপামিনের মাত্রা বৃদ্ধি করতে পারে।এই হরমোন আমাদের জীবনে,

আত্মবিশ্বাস, মনোযোগ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এবং ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে।https://thebookscope.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%ac/

THE MILLIONAIRE FASTLANE

Mj d marco লেখা এটা অন্যতম একটা সেরা বই,”the millionaire fast lane”পড়লে তুমি জানতে পারবে

কি ভাবে উদ্যোক্তাদের মাধ্যমে দ্রুত সম্পদের প্রাচুর্য তৈরি করা যায়। লেখক এই বইতে সম্পদ সৃষ্টি করার  মোট চারটে

স্তর তুলে ধরেছেন। যেগুলো হল যথাক্রমে রোডম্যাপ (বিশ্বাস), যানবাহন (ব্যক্তিগত উন্নয়ন), রাস্তা (আর্থিক পথ), এবং গতি ( কার্য কারণ) ।

A boy hold “The millionaire fastlane”book (image:lexica.ai)

লেখকের দেখিয়ে দেওয়াই পদ্ধতি  এই বইয়ের পাঠকদের উচ্চ প্রবৃদ্ধির উদ্যোক্তা, তাদের উদ্যোগের উপর মনোযোগ ,

কে কেন্দ্রীভূত করে দ্রুত সম্পদ সৃষ্টির  রাস্তা দেখায়। লেখক এই বইতে চাকরি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এই

নিয়মের গভীর সমালোচনা করেছেন। লেখকের কথায় চাকরি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যুক্তিযুক্ত না।

এই পথ অনুসরণ করে আর কথায় অনেক ধনী হওয়া অসম্ভব। এর বদলে ব্যবসা করা, সেই ব্যবসা বৃদ্ধিতে বিশেষ কিছু শর্তাবলী যেমন,

চাহিদা পূরণ করা, ব্যবসাকে নিয়ন্ত্রণ করা, একটা আলাদা ব্র্যান্ড তৈরি করা, সময় এবং অর্থকে আলাদা করা।

THE 10X RULE

সাফল্য এবং ব্যর্থতার মধ্যে একমাত্র পার্থক্য বোঝার বই|গ্র্যান্ট কার্ডন এর লেখা  এই মানুষ এর জীবনের অত্যন্ত উচ্চ লক্ষ্য নির্ধারণ, ও সেই  জন্য কঠোর, পরিশ্রম করার পক্ষে,

সেই লক্ষ্য অনুযায়ী নিজের স্কিল যদি তুমি ডেভেলপ কর তাহলে তুমি সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে।

A 22-year-old Indian man in college clothes stands with one of the world's best books, "The millionaire fastlane" in his hand.
A boy hold “10x rule”book in his hand

লেখকের এই 10x নিয়ম গ্রহণের মাধ্যমে , ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে, ভালো কেরিয়ার ও

ব্যবসায় উন্নতি করতে পারে। টেন এক্স রুলের মূল ধারনাই হলো তোমার ধারণার১০ গুন বেশি সবকিছু করা।

এবং এটা শুরু হয় তুমি যখন তোমার ক্ষমতার বাইরে গিয়ে দশ গুন বড় লক্ষ্য নির্ধারণ করো। তারপর দেখো যে সেই লক্ষ্য নির্ধারণ,

করতে গিয়ে তুমি যতটা ভেবেছিলে পরিশ্রম করতে হবে তার 10 গুণ বেশি পরিশ্রম তোমায় করতে হচ্ছে।

Zero to one (জিরো টু ওয়ান) নোটস অন স্টার্টআপস, অ্যান্ড হাউ টু বিল্ড দা ফিউচার

পিটার থিয়েল লেখা এই বই নতুন প্রযুক্তি ও একচেটিয়া উপস্থাপনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং

এই বইতে লেখক উলম্ব এবং অনুভূমিক প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে সুন্দর পার্থক্য সেটা দেখিয়েছেন।

A 22-year-old Indian man wearing a red t-shirt and khaki pants stands on a college campus green during autumn, holding the book "zero to one" in his hand, leaves falling around him.
Boy hold “zero to one” book

লেখক এর কথায় নতুন নতুন টেকনোলজি আবিষ্কারের মাধ্যমেই ব্যবসায় প্রকৃত অগ্রগতি আসে, কিন্তু আমরা অনেক সময়,

ভাবি যে টেকনোলজি গুলো এখন একজিট করছে সেগুলো ব্যবহার করলেই আমরা অনেক এগিয়ে যেতে পারবো।

স্টার্টআপ গুলোর উচিত পুরোনো, সংকীর্ণ বাজারে কম্পিটিশন করার থেকে নতুন বাজারে এসে সেখানে

রাজত্ব করা । এর ফলেই ব্যাপক অর্থ উপার্জন করতে সক্ষম হবে । এই বই এর মূল ভাবনা হল বিদ্যমান কিছুর ওপর

উন্নতি করার পরিবর্তে নতুন কিছু করা। লেখক থিয়েল এক চেটিয়া মনোপলি তৈরি এবং সেই monopoly কে টিকিয়ে রাখার কথা,

এই বইতে বলেছেন। তিনি এলন মাস্ক এবং ওয়ারেন বাফেট মত সফল উদ্যোক্তাদের উদাহরণ ব্যবহার করে বলেছেন

ভাগ্য কিভাবে সফলতার উপর প্রভাব ফেলে সেই অনুসন্ধানও এই বইতে করেছেন।http://১০টি সেরা বই, যেগুলো আপনাকে ধনী হতে সাহায্য করবে। – catadu https://share.google/TTQ3qyqnbVeqpubZX

5.The 4 hour work week

Timothy Ferriss এর লেখা এই বই “the 4- hour Workweek” আমাদের জীবন দাঁড়াবা লাইফ স্টাইল এর ক্ষেত্রে একটা ,

নতুন চিন্তা ভাবনার ধারনা তুলে ধরে। এটা আমাদের অবসরের জন্য অপেক্ষা না করে আমাদের বর্তমান কাজের মধ্যেই ,

আমরা কিভাবে কর্ম সংস্থান কাঠামোর পরিবর্তে সময় ও সময়ের গতিশীলতার উপর মনোযোগ দেব তার ধারণা দেয়। শুধু ধারণা দেওয়া না, সেই রকম

A boy hold “4 hour work week”

জীবনধারা অর্জনের জন্য আমাদের জীবনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন,

যেমন definition (identifying goals) elimination (বাধা অপসারণ করা) automation (আউটসোর্সিং কাজ করা) freedom (creating new income stream)।

লেখিকা তার পাঠকদের কাজ ও সম্পদ এর প্রতি দৃষ্টিভঙ্গি পুনঃ বিবেচনা করতে বিশেষভাবে সাহায্য করেছে। লেখিকা,

নিজে যখন একটি স্পোর্টস নিউট্রেশন কোম্পানিতে দীর্ঘক্ষণ কাজ করতেন তখন তিনি এই বইয়ের ধারণা গুলো তৈরি করেছিলেন।

কাজ থেকে ছুটি নিয়ে Timothy Ferriss ইউরোপের ছুটি কাটাতে যেতেন, এবং ছুটি কাটাতে গিয়েও তিনি নিজের

ইমেইল চেক করতেন, এবং তার অনলাইন ও ভার্চুয়াল সহকারীদের সাহায্যে নিজের একটি আউটসোর্স

ইনকাম তৈরি করেছিলেন। ব্যস্ত জীবন থেকে এই ব্যক্তিগত মুক্তি ছিল এই বইয়ের প্রধান ধারণা যা তিনি শেয়ার করেছেন।

6. Think and grow rich by Napoleon hill

নেপোলিয়ন হিল এর লেখা এই বই “Think and grow rich”বিখ্যাত মানুষ যেমন এন্ড্রু কার্নেগী, হেনরি ফোর্ড, থমাস এডিসন,

এদের মতো সফল ব্যক্তিত্বদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে। বইটিতে লেখক সম্পদ সৃষ্টি “১৩ ধরনের “ধাপ দেখিয়েছেন।

A 23-year-old Asian man stands on a bustling city street at night, holding "Think and Grow Rich." He is wearing a stylish trench coat and dark pants, with neatly combed black hair. Neon lights and car headlights create a dynamic urban scene.
A boy hold”think and grow rich”book in his hand

যার মধ্যে ইচ্ছে, বিশ্বাস, পরামর্শ, অধ্যাবসায়, এর নীতি গুলো অন্তর্ভুক্ত। লেখকদের কথায় সম্পদ তৈরীর মানসিকতা গঠনের,

জন্য সম্পদ অর্জনের এই নীতি গুলো খুব গুরুত্বপুর্ণ। পাঠক দের মনে এই বই আর্থিক সাফল্য, তার জন্য তৈরি প্রয়োজনীয়,

মানসিক স্থিতিস্থাপকতা বিকাশে বিশেষভাবে সাহায্য করেছে। তবে সমালোচকদের কথায় এই বইটিতে রহস্যবাদ ও ছদ্ম বিজ্ঞানের উপাদান রয়েছে |

তবে বইটি পড়ে আমি একটা কথাই বুঝেছি ধনী হওয়ার জন্য যে প্রয়োজনীয় মানসিক বিকাশের দরকার তা রয়েছে এই বইতে।

Blue Ocean strategy by W chan kim &Rene mou bourgne

এই বই অপ্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বাজারে ব্লু ওশান তৈরীর ধারণাটি তুলে ধরেন।

এই বইয়ের নাম নীল সমুদ্র, অর্থাৎ ব্লু ওশান কিভাবে তুমি তোমার ব্যবসায় ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করবে তার জন্য মোট,

ছয়টা কারণ তুলে ধরা হয়েছে। এই কারণগুলো নতুন কোম্পানিকে, তাদের প্রতিযোগীকে ছাড়িয়ে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

A smiling Indian boy, wearing a red t-shirt and blue jeans, hands the book "blue ocean strategy" to another Indian boy with short black hair, dressed in a yellow kurta, in a sunlit park with lush green trees.
A boy gift his friend “blue ocean strategy”book

লেখিকার কথায় সব সময় প্রতিযোগিতা করে কিন্তু সাফল্য আসবে না, বরং এমন বিকল্প তৈরি করতে হবে যেটা,

তোমার গ্রাহক নয় এমন যেসব মানুষ আছে তাদেরকেও সেবা বা পরিষেবা দেবে।

লেখক ব্যাখ্যা করেছেন কি ভাবে বর্তমান ব্যাবসা নতুন সমস্যার বিকল্প সমাধান বের করে, নতুন শিল্পে, রূপান্তরিত,

হতে পারে। তবে এই বই তাদের জন্য যারা অন্তর্দৃষ্টির উদ্ভাবন এর মাধ্যমে নিজের ব্যাবসা কে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চায়।

৮.The E myth Ravisited By Michael E Gerber

Michael E Gerber এর লেখা The E myth Ravisited উদ্যোক্তা মিথের ব্যবসায়িক নীতি সমালোচনা করে।

উদ্যোক্তা রা যাতে স্বাধীন ভাবে কাজ করতে পারে, এমন সিস্টেম তৈরীর উপর মনোনিবেশ করার প্রয়োজনীয়তা ,

উপর জোর দিয়েছেন। এই পদ্ধতি উদ্যোক্তাদের ব্যবসাকে কৌশলগত বাস্তবায়ন, দক্ষতার মাধ্যমে আরো বড় করতে সাহায্য করে।

The e myth revisited book (image source:google images)

লেখক এর এই বইতে লিখেছেন যে আমাদের অনেকেরই ধারণা ছোট ব্যবসা গুলো তাদের দক্ষতার কারণে ব্যর্থ হয়,

গারবার যুক্তি দেন, ব্যবসা ব্যর্থ হওয়ার প্রথম কারণ হলো কার্যকর ভাবে ব্যবসা পরিচালনা করার ধারনার অভাব।

Michael E Gerber এই বইতে নতুন business ওনার দের তাদের ব্যবসায় গাইড করার প্রসেস দেখিয়েছেন।

যার ফলে ব্যবসা গুলো মালিকের হস্তক্ষেপ ছাড়াই সুন্দর ভাবে কাজ করতে পারে।

৯.$100M OFFERS

অ্যালেক্স হর্মজী $100মিলিয়ন উন্নত মনোবিজ্ঞান, বিক্রয় সৃষ্টির মাধ্যমে ও মূল্য সৃষ্টির মাধ্যমে অপ্রতিরোধ্য

ব্যবসায়িক অফার তৈরি করে। এই বইটা সেই সব ব্যবসায়ীদের জন্য যারা গ্রাহকদের সাথে, সাদৃশ্যপূর্ণ ও ব্যবসায়িক ,

A twenty-year-old Indian man in a crowded college library, holding a best-selling book titled "$100M offer" he just removed from the shelf. He is wearing a red hoodie and ripped jeans, with messy black hair. Students are blurred in the background, creating a busy atmosphere.
A boy hold “$100m doller”

প্রবৃদ্ধিকে বাড়িয়ে এমন একটা অফার তৈরি করে যেটা ওই ব্যবসায়ীদের আয় বাড়াতে সাহায্য করে। বইটিতে ভালো,

এবং ব্যবসা করার প্র্যাকটিক্যাল উদাহরণ রয়েছে যা সত্যি পাঠকদের মন জয় করে। তাই  উদ্যোক্তারা এই বইটিকে এত পছন্দ করে এবং

এই বই পড়েই উদ্যোক্তারা তাদের ব্যবসা আর্থিক দক্ষতার সাথে প্রসারিত করে উল্লেখযোগ্য অর্থ লাভ করতে পারে.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *