বই তো আমরা অনেক পড়ি। তারপর আবার ভুলেও যাই। কিন্তু কিছু বই আছে এই পৃথিবীতে যেগুলো আমাদের মনের ভিতর একটা প্রভাব রেখে যায়,
আমাদের জীবন পাল্টে ফেলতে সাহায্য করে। আর আমাদের নিজেদের জীবনকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে সাহায্য করে।
তাহলে চলো আজকে সেই সমস্ত বই নিয়ে বুকস্কোপ এর যাত্রা শুরু করা যাক।
বাছাই করা সেরা সাতটা চিন্তা উদ্দীপক বই
The bell jar by “Sylvia Plath”
প্লাথের একমাত্র উপন্যাস , একজন তরুণীর মনস্তাত্ত্বিক বংশধরের আধা আত্মজীবনীমূলক বিবরণ যেটাকে আমি বলতে পারি,https://thebookscope.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be/
বিষন্নতার সাহিত্যে সৎ চরিত্রাণ এর মধ্যে একমাত্র একটাই উদাহরণ।
এই বই কেন তোমার পড়া উচিত
ভীষণ সোজাসাপ্টা, কাব্যিক এবং বেদনাদায়ক ভাবে সৎ এই উপন্যাস।
পরিচয় প্রত্যাশা ও মানসিক স্বাস্থ্য অন্বেষণ করে।
একটি নারীবাদী ক্লাসিক যা এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।
এই বই থেকে পাওয়া একটা সেরা উক্তি
“যদি তুমি কারো কাছ থেকে কিছু আশা না কর তাহলে কখনোই হতাশ হবে না।”
2. Blindness by Jose saramago
যখন একটা অজানা রহস্যময় অন্ধত্ব পুরো শহরকে গ্রাস করে তখন একটা সভ্যতা ভেঙে পড়ে। Jose saramgo এর লেখা এই উপন্যাস কিন্তু,
আমাদের মানুষের স্বভাব চরিত্রের উপর একটা শীতল আয়না তুলে ধরতে সাহায্য করে।
কেন এই বই পড়বে?
১. শৃংখল ও করুণার ভঙ্গুরাতা খুঁজে বের করে এবং
2. এই উপন্যাস সম্পূর্ণ একটা অপ্রচলিত ও চ্যালেঞ্জিং কায়দায় লেখা হয়েছে যা এর শক্তি বৃদ্ধি করে।
3. আমাদের সামাজিক ভাঙ্গনের এক হৃদয়বিদারক রূপক এই উপন্যাস।
3.The book Thief by Markus zusak
ডেথ কতৃক বর্ণিত এই উপন্যাসটি নাৎসি জার্মান ইরাক তরুণীর কথা বলে , যে বই চুরি করে সেই চুরি করা বই ভাগ করে নেয়ার মাধ্যমে,
নিজের সান্ত্বনা খুঁজে পায় । এই উপন্যাস মূলত একটি ক্ষতি আশা এবং
প্রতিরোধের গল্প আমাদের সামনে তুলে ধরে। তাই এই লিস্টে এই বইটি তিন নম্বরে।
কেনো এটি পড়বেন?
১. এটি একদম নতুন সাহসী একটা বর্ণনামূলক উপন্যাস।
2. অন্ধকার তোমার সময় হবে পাঠকদের মধ্যে সহানুভূতি গড়ে তোলেন।
৩. শব্দের আরোগ্য ও প্রতিরোধের শক্তি গড়ে তোলে
4.The unbearable lightness of being by milan kundera
প্রাক বসন্তের পটভূমিতে লেখা এই উপন্যাস মূলত স্বাধীনতা এবং,
প্রতিশ্রুতি , রাজনীতি এবং ঘনিষ্ঠতা , ওজন এর মধ্যে উত্তেজনা অন্বেষণ করে
।http://Source: Medmastery https://share.google/ZpVb6l4fqU9B1geCb
কেন এই বই পড়বে?
১. আমাদের জীবনের আদতে কি কোন অর্থ আছে , নাকি আমাদের এই জীবনটা একটা দুর্ঘটনা
এই সমস্ত প্রশংসা তোমার সামনে তুলে ধরবে।
২. এই বই আত্মদর্শী ও কাব্যিক এবং
৩. এই বই রাজনৈতিক বাস্তবতার সাথে অধি বিদ্যাগত চিন্তাভাবনাকে একত্রিত করে।
5.sapiens The brief history of human mankind
এই নন ফ্রিকশন মাস্টার পিস পাঠকদের হোমো সেপিয়েন্স এর বিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যায়, এবং
এই বই ধর্ম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা , পুঁজিবাদ সবকিছু নিয়েই প্রশ্ন তোলে।
কেনো এই বই পড়বে?
১. মানুষের জীবনে ইতিহাস দর্শন আর বিজ্ঞানের ভূমিকা এই বইতে সমানভাবে তুলে ধরা হয়েছে
২. সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটা বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে
৩. মানুষ এর অগ্রগতি সম্পর্কে গভীর ভাবে ধারণা করা বিশ্বাস গুলো কে চ্যালেঞ্জ করে।
6.The road by Cormac McCarthy
এটা মহাপরাক্রমণ-পরবর্তী জগতকে কেন্দ্র করে লেখা এই উপন্যাস একজন বাবা ও তার ছেলের গল্প বলে যখন তারা একটা আশা ও মানবতাহীন ভূ দৃশ্য ভ্রমণ করে।
তুমি যদি একটা বিষন্ন ও শ্বাসরুদ্ধকর উপন্যাস পড়তে চাও তাহলে এই বই তোমার জন্য
কেন এই বই পড়বে?
১. গদ্যের মধ্যে বিরলতম এবং আবেগে ভরপুর একটা উপন্যাস
২. চরম পরিস্থিতিতে নৈতিকতা প্রেম ও হতাশা অন্বেষণ করে।
৩. যতটা কোমলতা সম্পর্কে ততটাই জনশূন্যতা সম্পর্কে।
7.The man search for menaing by victor E. frankl
এই বই লিখেছেন এমন এক ব্যক্তি যিনি হলোকস্ট থেকে বেঁচে ফিরে এসেছেন এবং
যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তার লেখা এই বই আমাদের সামনে তুলে ধরে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের জীবন এবং
সেই ক্যাম্পের মধ্যে তিনি কিভাবে তার মানসিক স্থিতিস্থাপকতা নিয়ে দীর্ঘদিন বেঁচে ছিলেন সেই অভিজ্ঞতার কথা।
কেন এই বই তুমি পড়বে?
১. অস্তিত্ববাদী মনোবিজ্ঞানের একটা ভিত্তিপ্রস্তার এই বই
২. অকল্পনীয় কষ্টের মুখে একটা শক্তি অন্বেষণ করে।
৩. সংক্ষিপ্ত এবং গভীর প্রভাবশালী এই বইয়ের অর্থ

