বৃষ্টি ভেজা ছুটির দিনে ঘরে বসে পড়ার মতো সর্বকালের সেরা সাতটা ফ্যান্টাসি বই-The five best fantasy books of all time to read at home on a rainy holiday

বৃষ্টি ভেজা ছুটির দিনে ঘরে বসে পড়ার মতো সর্বকালের সেরা সাতটা ফ্যান্টাসি বই-The five best fantasy books of all time to read at home on a rainy holiday

বাঙালিরা একটু বই পড়তে বেশি ভালোবাসে। আর বৃষ্টি ভেজা ছুটির দিনে খিচুড়ি আর বেগুন ভাজার পাশাপাশি ফ্যান্টাসি বই পড়াটাও অন্য একটা সেরা অপশন এবং

শুধু তাই নয় বৃষ্টির দিনে এই ফ্যান্টাসি মহাকাব্যিক বইগুলো আপনাকে সম্পূর্ণ একটা অন্য জগতে নিয়ে যাবে এবং আপনার মেজাজটাও ফুরফুরে থাকবে ,

তাহলে চলো সেই বইয়ের জগতে যাত্রা শুরু করা যাক।

বৃষ্টি ভেজা ছুটিতে বাড়িতে পড়ার জন্য সেরা ফ্যান্টাসি বই

Broken Earth series by N k jemisin

লেখিকা jemisin এর হুগো পুরষ্কার বিজয়ী মাষ্টারপিস টা, সর্বনাশ ক্রোধের সাথে,

তীব্র ছোঁয়া মিশ্রিত লেখা বলা যেতে পারে। এক বিপর্যয়কর ঋতু দ্বারা জর্জরিত একটা পৃথিবীতে  স্থাপিত এই ত্রয়ী টি ,https://www.goodreads.com/list/show/50.The_Best_Epic_Fantasy_fiction_

আরোজেনদের অনুসরণ করে যারা টেকটনিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। শোষণের উপর নির্মিত সমাজে বেঁচে থাকা, এবং ,

Broken Earth series by N k jemisin(image source: google images)

  1. মর্যাদার জন্য লড়াই করে, তাই এটাকে উচ্চ ধরনের সুন্দরভাবে লেখা একটা হৃদয়বিদারক মানবিক উপন্যাস বলা যেতে পারে।

যেটা সত্যি কারের বৃষ্টির দিনে বাইরে বজ্রপাতের আওয়াজ শুনতে শুনতে পড়ার জন্য একেবারেই উপযোগী একটা বই।

2.The wheel OF time series by robert jordan and Brandon sanderson

১৪ টা খন্ডে বিভক্ত এই উপন্যাস খুব ধীরগতিতে এগিয়েছে। এবং এই উপন্যাসের নায়কদের চরিত্র এরকমই যে তাদের দ্বিতীয়বার সুযোগ দিতে হয়েছে এবং

The wheel of time series by robert joarden

পুনর্জন্ম প্রাপ্ত ত্রাণকর্তা , লিঙ্গ দ্বারা পরিচালিত জাদু,  এমন একটা অদ্ভুত জগৎ সম্পর্কে পাঠকদের ভাবিয়েছে যে যেখানে পার্শ্ব চরিত্ররাও নিজস্ব স্পিনঅফ বহন করতে পারে।

প্রথম লেখক জর্ডান চাকাটি গতিশীল করলেও দ্বিতীয় লেখ। Sandarsan প্রথম ব্যক্তির মৃত্যুর পর এটাকে সুন্দরভাবে ফিরিয়ে এনেছিলেন।https://thebookscope.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f/

এই উপন্যাস পড়া আর অনেকটা তীর্থযাত্রায় যাওয়া একরকম। কারণ এটা এতটাই বড়। তাই এটা মেঘলা আকাশ ও দীর্ঘ বিকেলের জন্য আমার পছন্দের দ্বিতীয় স্থানে আছে।

কিভাবে পড়বে?

1. দা আই অফ দা ওয়ার্ল্ড

2. দ্য গ্রেট হান্ট

3 ড্রাগন রিবন

4 দ্য শ্যাডো রাইজিং

5. The fires of heaven

6  lord of chaos

7  A crown of swords

8. The path of daggers

9. Winter’s heart

10. Cross roads of Twilight

11. Knife of dreams

12. The gathering storm

13. Towers of midnight

14. A memory of light

15. New spring

3.The green bone saga by fonda lee

     প্রথমে বলি পরিবারের নাটক, মাফিয়া রাজনীতি, এবং জেড নামে এক অদ্ভুত ধরনের খনিজ পদার্থ এই সব কিছুকে তুই যদি প্যান এশিয়া অনুপ্রাণিত,

The green bone saga Fona lee (images: google images)

ফ্যান্টাসি নগরীতে স্থাপন করো তাহলে যেটা দাঁড়ায় এই বই  সেটাই । এবং শুধু তাই নয়Fanda lee gren bone মূলত জাদুকরি কুংফু , এবং

খুনি ফ্যাশনসহ দ্য গডফাদার। এই বইতে ভাই-বোনদের প্রতিদ্বন্দ্বিতা, পাওয়ার প্লে, এবং নৈতিক আপস নিয়ম আলোকিত আকাশচুম্বী ,

ভবনের মত স্তূপীকৃত হয়। যখন যোদ্ধারা z বর্ধিত ক্ষমতার উপর নিয়ন্ত্রণের জন্য লড়াই করে। এই উপন্যাসটা ভীষণ মসৃণ এবং সিনেমাটিক, যেটা বর্ষাকালে পড়ার জন্য একটা বেস্ট অপশন।

পড়ার নিয়ম

1.দ্য জেড সেটার অফ জ্যানলুন

2. জেড সিটি

3. জেড যুদ্ধ

4. জেড ল্যাগাসি

4. A song of ice and Fire series by George R R martin

রাজনীতির পিছনে ছুরি, ড্রাগন, ডাইর উলফ, এবং তোমার দেখা ফেভারিট ক্রাইম ও থ্রিলার শোগুলোতে হওয়া খুনের সংখ্যা, থেকেও রোমাঞ্চকর এই সিরিজ, এবং

মূলত এই সিরিজ লেখা হয়েছে সেই সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য যারা জাদুকরি মেজাজ ও গভীর ত্রুটিপূর্ণ রাজাদের পছন্দ করে।

4. A song of ice and Fire series by George R R martin(image source: google images)

এই বই নিয়ে HBO একটা ভালো সিরিজও বানিয়েছে। যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক আছে , কিন্তু

তাই বলবো এই বই বর্ষাকালে পড়ার জন্য অন্যতম একটা সেরা অপশন। তবে এই বইয়ের সব চরিত্রকে বেশি সিরিয়াসলি, না নেওয়া নিজের জন্যই মঙ্গল কর।

কিভাবে পড়বে?

1. A game of thrones

2 a class of king

3.a strowm of swords

4 a feast of crows

5. A dance of dragons

6. The winds of winter

5.The mistborn series by Brandon Sanderson

এক ডার্ক লর্ড কে নিয়ে এগিয়েছে এই উপন্যাসের কাহিনী, যদি সেই ডার্ক লর্ড জিতে যায় তাহলে? এই খান থেকে Sanderson এর মিস্টবর্ন শুরু হয়, এবং

.The mistborn series by Brandon Sanderson(image source: google images)

এরপর থেকে ধাতু গ্রহণের মাধমে জাদু যোগ করে রাস্তার

সামান্য চোর থেকে নায়িকা হয়ে ওঠা এবং

এমন একটা প্লট যা তাঁদের মাথায় কল্পনার সাধারণ রীতি গুলোকে উল্টে পাল্টে দেয় এবং

এর ফলে তৈরি হয় এমন একটা মসৃণ আর উচ্চ ধারণার সিরিস যার একটা অংশ ডাকাতি আর একটা অংশ বিপ্লব এবং

সম্পূর্ণ আসক্তি কর। Sanderson এর বিশ্বনির্মাণ সুনির্দিষ্ট প্লটগুলো  কোথা থেকে এসে যেন পাঠকদের বর্ষার বৃষ্টির মত আঘাত করে।

তাই তুমি যদি দ্রুত দার্শনিক গভীরতার অনুভূতি নিতে চাও তাই এটি আমার মুষলধারে বৃষ্টির সঙ্গে।

পড়ার নিয়ম :

The 11th metal

Mistborn the final Empire

The well of ascension

The hero of edges

5 secret history

The allow of law

5 allomancer jack and pits of eltania

Shadows of self

The bands of mounting

The lost metal

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *