পুরনো চাল ভাতে বাড়ে বলে একটা প্রবাদ বাক্য আছে জানো তো, তেমনি কিছু পুরনো বই আছে যেগুলো বর্তমানে,
সম্পদ তৈরি করতে, ধনী হতে এমন ভাবে সাহায্য করবে যেটা বর্তমানের সম্পদ তৈরীর পরামর্শ কেউ হারিয়ে দেবে।
তাহলে চলো আজকে সেই সমস্ত বই নিয়ে আলোচনা করব যেগুলো আদতেই পুরনো চাল ভাতে বারে উক্তির প্রকৃত উদাহরণ।
পুরনো যুগের ফিন্যান্সের সেরা সাতটা বই যা আজও অদ্বিতীয়
The way to wealth written by Benjamin Franklin
১৭৫৮ সালে পাবলিক হওয়া এই বই মূলত সংকলিত হয়েছে ফ্রাঙ্কলিনের আর্থিক দর্শন”poor Richards almanank”থেকে, এবং

এই প্রবন্ধে দেখানো হয়েছে ফ্রাঙ্কলিনের শিল্প মিতব্যয়িতা , বিচক্ষণতার মূলনীতি কিভাবে অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি হিসেবে দাঁড়ায়।https://thebookscope.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87/
“Time is money” ফ্রাঙ্কলিনের এই বক্তব্য পাঠক দের তাঁদের সময় কে তাঁদের বুদ্ধিমান এর সাথে এবং
উৎপাদনশীল ভাবে ব্যাবহার করতে সাহায্য করে। ঋণ নিলে কী বিপদ হতে পারে, সেই ব্যাপারে তার সতর্কবাণী, এবং
সাধ্যের মধ্যে জীবন যাপন করার গুরুত্ব আজকের ঋণ চালিত অর্থনীতিতে বিশেষভাবে প্রাসঙ্গিক।
এই বইতে ব্যবসায়িক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে খ্যাতি ও সততার উপর এই বইটাতে জোর দেওয়া হয়েছে,
যেটা ধন-সম্পদ গঠনের ক্ষেত্রে নৈতিক মাত্রা প্রদান করে।
2.Poor Richard’s almanack by Benjamin Franklin
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বই পাবলিশ করা হয় 1732 সালে ।
এরপরে ১৭৩২ সাল থেকে , ১৭৫৮ সাল পর্যন্ত পাবলিশ করা হয় বইটা।Source:https://share.google/e7GiIpQo6mHgXOIzJ
এই বইয়ের উদ্দেশ্য ছিল অর্থ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত সাফল্যের উপর ব্যবহারই জ্ঞানের ভাণ্ডার প্রদান করা।

ফ্রাঙ্কলিন এর মর্ম স্পর্শী প্রবাদ “একটা পয়সা সংরক্ষিত হলেই তবে আর একটা পয়সা আসে”এবং
আরেকটি বিখ্যাত প্রবাদ হলো “তুমি যদি তোমার জ্ঞান বাড়াতে সব থেকে বেশি অর্থ ঢালতে পারো তবে সেটাই সবথেকে বেশি সুর তোমাকে রিটার্ন দেবে।”,ফ্রাঙ্কলিনের এইসব কালজয়ী নীতি মিতব্যায়িতা, শিল্প এবং
বিচক্ষণতার ওপর জোর দেয় যেটা বর্তমান সময়ে দাঁড়িয়েও সম্পদ গঠনের জন্য ভীষণভাবে বাস্তবিক ও প্রাসঙ্গিক।
অল্প সময় তৃপ্তি ও সহজ ঋণের যুগে ভেবেচিন্তে অর্থ ব্যয় করা, কঠোর পরিশ্রমের মূল্য সম্পর্কে ফ্রাঙ্কলিনের পরামর্শ,
আর্থিক সাফল্যের মৌলিক বিষয়গুলি অত্যন্ত প্রয়োজনীয় স্মারক হিসেবে কাজ করে।
3. The wealth of nations By Adam Smith
১৭৭৬ সালে প্রকাশিত এই বই বর্তমান আধুনিক অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিল। ঐতিহ্যবাহী অর্থে কিন্তু
এটি ব্যক্তিগত অর্থায়নের বই না হলেও বাজার শক্তি ও আর্থিক নীতি সম্পর্কে এই বইয়ের ভিতরে বিস্তৃত বিষয়বস্তু ,

এক অমূল্য সম্পদ। স্মিথের “invisible hand”বা অদৃশ্য হাত এবং “the division of labor remain”বা “শ্রমবিভাজনের ধারণা”আজকের বিশ্ব অর্থনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক একটা বিষয়, এবং
অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বর্তমানে আধুনিক বাজারে প্রায় দেখা যায়, যেটা কম সময়ে অতিরিক্ত মুনাফা -এবং কামনামূলক আচরণের বিপরীতে,
আমাদের সামনে একটা সুন্দর প্রতিবিম্ব তুলে ধরে। যারা ভালো দীর্ঘমেয়াদী একটা সুন্দর সম্পদ গড়ে তুলতে চায় , তাদের জন্য লেখক,
এই বইতে যে নীতি বা নিয়মগুলো লিখেছেন সেগুলো তাদের গভীর অর্থনৈতিক শক্তির উপলব্ধি দিতে পারে, এবং
ভবিষ্যতে আরো ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করতে পারে।
4. How to in friends and influence people by Dale Carnegie
1936 Dale carnegi লেখা এই বই আসলে একটা মাস্টারপিস। এটাকে সরাসরি কোন ফিনান্সিয়াল বই বলা না গেলেও,
বহু বছর ধরে এই বই অনেক মানুষকে ভবিষ্যতের জন্য ভালো সম্পদ তৈরি করতে এবং
ধনী বানাতে ও বড় মাপের ব্যবসা তৈরি করতে সাহায্য করেছে।

কার্নেগী এর কথায় অন্যদের প্রতি আগ্রহ দেখানো , সমালোচনা এড়িয়ে চলা, ব্যবসায়িক এবং
ব্যক্তিগত জীবনেও সাফল্যের মূল মন্ত্র। কার্নেগী লিখেছেন কিভাবে সঠিক যোগাযোগ ও নিজের ভিতরে থাকা দক্ষতার
উপর জোর দিয়ে আজকে নেটওয়ার্কিং চালিত ব্যবসার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এবং
কার্নেগী এর লেখা এই বই পাঠকদের কিভাবে কানেকশন বাড়ানো যায়, নিজের ব্যবসায়ী ক্যারিয়ারকে কিভাবে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া যায়,
সেই উচিত শিক্ষাটাই এই বইতে লেখক দিয়েছেন।
5. The intelligent investor by Benjamin Graham
1949 সালে পাবলিশ হওয়া এই বই কে ইনভেস্টমেন্ট এর বাইবেল বলা হয়। ওয়ারেন বাফেট এর মেন্টর বলে পরিচিত,
বেঞ্জামিন তরুণ বিনিয়োগকারী সম্পর্কে যা বলেছেন, সেটাকে কোনো ভাবেই অতিরঞ্জিত বলা যায়না।
বইটিতে বিনিয়োগের ব্যাপারে “সেফটি মার্জিন” এবং মিস্টার মার্কেট এর রূপকথার ধারনা তুলে ধরা হয়েছে ,

যেটা বিনিয়োগকারী দের খুব খারাপ বাজারেও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। Graham বলেছেন বাজারের ট্রেন্ড কে,
ফলো না করে কোম্পানির মৌলিক বিষয়গুলো বিশ্লেষণ করে যদি বিনিয়োগ করা যায় তাহলে সেই বিনিয়োগ অনেক বেশি লাভবান হয়
বর্তমান সময়ের অনুমানমূলক বা আন্দাজে বিনিয়োগ, এবং ডে ট্রেডিং এর মত বিনিয়োগের যুগে সতর্ক বিশ্লেষণ, এবং
ধৈর্য ধরে বিনিয়োগ করার যে রাস্তা তিনি দেখিয়ে গেছেন তা আজও বিচক্ষণ দৃষ্টিভঙ্গি যা এখনো বিনিয়োগ কারীদের পথ দেখাচ্ছে।
6.Think and grow rich by nepolian hill
1937 ছলে লেখা নেপোলিয়ান হীলের এই বই আর্থিক পরামর্শের বাইরেও সাফল্যের মনোবিজ্ঞান নিয়ে কথা বলে এবং,
এন্ড্রু কার্নেগী ও হেনরি ফোর্ড সহ প্রায় পাঁচশ সেলফ মেড মিলিয়নিয়ার এর জীবনের উপর আলোকপাত করে নেপোলিয়ন হীল,

সম্পদ, বিপুল অর্থ তৈরীর জন্য ১৩ টি রুপরেখা তুলে ধরেছেন। সাফল্যের মূল উপাদান হিসেবে লেখক বলেছেন তোমার আকাঙ্ক্ষা, বিশ্বাস, অধ্যাবসায় কে বলেছেন, এবং
তিনি যুক্তি দেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করায় নিজের ভাগ্য নিয়ন্ত্রণের চাবিকাঠি, সত্যি কথা বলতে যেটা বর্তমান,
দ্রুতগতির বিভ্রান্ত করা পৃথিবীতে সত্যিই প্রাসঙ্গিক । সেলফ ডেভেলপমেন্ট ও মেন্টালিটি গ্রোথের জন্য এই বই
একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে যেটা সমসাময়িক অনেক অর্থনীতি ভিত্তিক কোন বইতেই পাওয়া যায় না।
পজিটিভ চিন্তাভাবনা ও নিজের লক্ষ্য নির্ধারণের শক্তি সম্পর্কে হিলের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী উদ্যোক্তা ও বড় বড় ব্যবসায়ী কে অনুপ্রাণিত করেছে।
7.The richest man in babylon by George s clason
১৯২৬ সালের পাবলিশ করা এই বই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার দৃষ্টান্তের মাধ্যমে কালজয়ী জ্ঞান উপস্থাপন করে।
ক্লাসনের এই বই পাঠকদের কাল্পনিক ধনী ব্যক্তি তারকাদের সাথে পরিচয় করিয়ে দেয়।
এই বই এর মূল নীতি হলো “pay yourself first” অর্থাৎ”আগে নিজেকে পরিশোধ করো”। নিজের রোজগারের অন্তত ১০% সেভ কর।

এই সহজ এবং শক্তিশালী ধারনা টি ব্যক্তিগত অর্থায়নের প্রধান ধারণা হিসেবে থেকে গেছে। ক্লাসন আপনার সামর্থের মধ্যে ,
ভালো জীবন যাপন, খারাপ ঋণ এড়িয়ে চলার উপর জোর দেন। এই ধারনা বর্তমান সময়ে ভোক্তা চালিত সমাজে বিশেষ ভাবে প্রাসঙ্গিক এবং
ক্লাসনের “seven cures for a lean purse” এবং “Five laws of gold” আর্থিক সাফল্যের জন্য একটি
বিস্তৃত কাঠামো প্রদান করে। আর্থিক বিশেষজ্ঞ দের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং আপনি এক শতাব্দী আগে যা বোঝেন তাতে বিনিয়োগ করার মতো নীতি গুলি ,
আজও প্রায় এক শতাব্দী আগে প্রযোজ্য ছিলো, তেমনই প্রযোজ্য।

