সেরা কিছু জাপানিজ লেখকের বই যে গুলো তোমার পরা উচিৎ –<br>Some of the best books by Japanese authors that you should read

সেরা কিছু জাপানিজ লেখকের বই যে গুলো তোমার পরা উচিৎ –
Some of the best books by Japanese authors that you should read


অনেক হল বাংলা আর ইংরেজি সাহিত্য। চলো এবার জাপানের সাহিত্য নিয়ে কথা বলা যাক। যে দেশ টা টেকনলজি, বিজ্ঞান নিয়ে এত উন্নত ,

জানলে অবাক হবে সেই দেশে রয়েছে বিখ্যাত সব লেখক, আর তাঁদের বিখ্যাত সব বই। তাহলে চলো তোমাদের,

নিয়ে যাই সেই বই এর জগতে।

জাপানি লেখক দের বিখ্যাত কিছু বই

Convenience Store woman by saya murata

Sayaka murata এর লেখা এই বই একটা মাষ্টার পিস। তুমি যদি “murata”কোনো লেখা আগে না পড়ে থাকো,

Image of the one of the best Japanese writer sukaya murarta best selling book "convenience Store woman"
Convenience Store woman “writen by sukaya murata”

তাহলে তার এই বইটা সবার আগে পড়। কারণ এই বইতে তুমি তার অনেক ব্যস্ততা দেখতে পাবে, যে গুলো আসলে অযৌনতা, এবং

https://thebookscope.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f/

অসংগতি এবং সুবিধার সম্পর্ক বুঝতে পারবে। এটি একজন মহিলা দোকান কর্মীর গল্প যে তার কাজের স্ক্রিপটেড এবং

নৈর্ব্যক্তিক প্রকৃতি আশ্রয় নেয়।, এবং তার বন্ধুবান্ধব ও পরিবারের কাছ থেকে বিয়ে করে আরো উচ্চমানের

ক্যারিয়ার গড়ার জন্য মানসিক চাপের সামনে পড়তে হয় ।

The memory police By Yoko Ogawa

এটা আসলে এমন একটা বই যেটা একটা সর্বজনীন , আবেগগত স্তরে, একেবারে হৃদয় স্পর্শী, এবং

Image of the one of the best Japanese writer Yoko ogawa best selling book "The memory of police"
The memory police writen by “Yoko ogawa”

বেদনাদায়ক সুন্দর একটা কাহিনী। সত্যি কথা বলতে গল্পটা এতটাই সুন্দর যে এটা তোমার মনের গভীরে সুন্দরভাবে অনুরিত হয়।

http://The Greatest Japanese Books of All Time https://share.google/ULwbkCfO071zdcFzv

তোমার মনে হবে এই বইয়ের কাহিনীটা যেন সমসাময়িক বা ভবিষ্যতে যেকোনো সময়ের প্রাসঙ্গিক।

All she was worth by Miyuki Miyabe

এই বইয়ে যেমন হাঙ্গরের মতো বড় ঋণের কথা আছে, তেমনি ক্রেডিট কার্ডের মত ছোট ঋণ এর কথাও তুলে ধরা হয়েছে, এবং 

Image of the one of the best Japanese writer "Miyuki Miyabe"best selling book "All she was worth"
Book All she was worth by “Miyuki Miyabe”

এই বইতে চুরির পরিচয় আছে। এই বইতে পুঁজিবাদ এবং বুদবুদ অর্থনীতি সম্পর্কে একটা রহস্যময় গল্প তুলে ধরা হয়েছে।

The Wind-up Bird Chronicle by Haruki Murakami

মুরাকামি উপন্যাস পড়া মানুষ এর হৃদয় এর গভীরতম হৃদয়ের মধ্যে দিয়ে যাত্রা করার মত অনুভূতি হতে পারে।

এটা এমন একটা অভিজ্ঞতা যেটা যেনো কোন শেষ দেখতে না পাওয়া বনের মধ্যে ঘুরে বেড়ানো, এবং এই বই হল সেই সমস্ত বনের মধ্যে ঘুরে বেড়ানো একটা বন।

The city and It’s uncertain walls by Haruki Murakami

এই বইতে এমন একটা ছেলের গল্প আছে যার প্রেমিকা হঠাৎ করে হারিয়ে যায়, এবং

প্রেমিকা হারিয়ে যাওয়ার বেদনা ছেলেটা কিছুতেই যেন ভুলতে পারে না এরপরে সে তার প্রেমিকাকে ছায়াময়,

সমান্তরাল জগতে  স্বপ্নের লাইব্রেরীতে কাজ করতে দেখে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে তাকে একদমই মনে রাখে না।

তাই এই লেখিকার ভক্তরা তার এই নতুন বইতে জাদুকারী বাস্তবতা আর স্বপ্নের যুক্তি ও প্রচুর চমক দেখতে পাবে।

Nausicaa of the valley of the wind

এটি হলো আশির দশকে হায়াও মিয়াজাকির লেখা একটি মাঙ্গা কমিক।যিনি পরবর্তী জীবনে গিয়ে একজন ভালো,উচ্চ প্রশংসিত পরিচালক হয়ে ওঠেন ।

এটি তার একই নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কে অনুপ্রাণিত করবে, যেটা কেবল আমাদের পরিচিত স্টুডিও গিবলি বা,

জাপানের তথাকথিত অ্যানিমেশনের জন্য না বরং

সাধারণ অ্যানিমেশনের জন্য যেটাকে সময়ের সাথে সাথে আমরা  অর্জন করতে পেরেছি সেটা তার ভিত্তি প্রস্তুত স্থাপন করবে ।

Kokoro by Natsumi Soseki

এটি জাপানের বিখ্যাত লেখক “নাটসুমী সোসেকি” লেখা সব থেকে বেশি বিক্রিত  কথাসাহিত্য গুলোর মধ্যে একটা। এই বইটার প্রতি দুর্বলতা থাকার প্রধান কারণ হলো এই লেখকের লেখার ধরন।

Natsume soseki যে কোন গল্পই তোমার অবিশ্বাস্যভাবে সুন্দর লাগবে।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *