আচ্ছা ধরো তোমাকে কেউ কোন বই এর সাজেশন দিল।, অথবা বললো “ভাই তুই সময় পেলে এই বইটা পড়ে দেখিস”
হয়তো তুমি তার মন রাখতে একবার হলেও তার প্রস্তাব করা বইটা পড়ে দেখবে। কিন্তু যদি বিল গেটসের মত মানুষ
তোমাকে কোন বইয়ের সাজেশন দেয় তাহলে তুমি পড়ার আগে দুবার ভাববে না। যেন তেন প্রকার না তুমি ওই বইগুলো পরার চেষ্টা করবে।http://Bill Gates Books | List of books by author Bill Gates https://share.google/3pnXQGsmeRGQzIzlk
তাহলে চলো আজকে বিল গেটসের মতো ধনী মানুষের প্রস্তাব দেওয়া কয়েকটা বইয়ের কথা বলি।
Gredy hillhouse এর লেখা “engineering in plain sight “
বিল গেটস নিজে লিখেছেন আমরা যে বর্তমান সময় সব অত্যাধুনিক রহস্যময় কাঠামো দেখি তারই একটা চিত্রিত,
নির্দেশিকা এই বই। তার কথায় তিনি যদি এই বইটা প্রথম জীবনে পেতেন তাহলে অনেক বেশি লাভবান হতেন।
কারন তিনি যখন সিয়াটেল এ শৈশব কাটিয়েছেন সেই সময় তিনি খুব কৌতুহলী শিশু ছিলেন। যখন তিনি দেখতেনhttps://thebookscope.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f/
তার পাড়ায় বিদ্যুৎ লাইন জলের পাইপে সমস্যা দ দেখা দিয়েছে এবং তিনি সেটা চেষ্টা করেও সমাধান করতে পারছেন না তখন আসলেই এই বইটা ওনার খুব কাজে আসতো।
যদি ওই বইটা কিন্তু মোটেই শিশুদের বই না, লেখকের প্রকৌশল নীতির কঠিন ব্যাখ্যা, লেখক এর হাতের চিত্রগুলো
প্রফেশনাল এবং প্রথম কারীর পাঠকদের জন্য। বিল গেটস তার ব্লগে এটাও লিখেছেন”এটা যেমন আমার ছোটবেলার ভালো উপহার হতে পারতো তেমনি আমি মনে করি এইসব
বই সেই সব মানুষদের জন্য দুর্দান্ত যারা সেইসব জিনিস তৈরি করতে আগ্রহী যেটা বর্তমান ও আধুনিক মানুষের জীবনকে সুন্দর করে তুলবে|
The comming wave by Mustafa suleman
এটা বিল গেটস এর “AI “এর উপর সেরা বই । Bill gates নিজে এই বই কে সেই সব লোকেদের advise করেন যারা “AI”সম্পর্কে অনেক কিছু জানতে চান, বা তারাতারি Ai সম্পর্কে বিকশিত হতে চান।
AI রিসার্চ ল্যাব সহ ডিপমাইন্ড এর সহ প্রতিষ্ঠাতা ও মাইক্রোসফট Ai এর বর্তমান CEO শিল্পে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এর উপর ভিত্তি করে এবং
সুলেমান এর বই টিতে উল্লেখ করা হয়েছে যে কি ভাবে AI জিন সম্পাদনা থেকে শুরু করে জৈব প্রযুক্তির ক্ষেত্রে,
সমান্তরাল, ও বৈজ্ঞানিক অগ্রগতির সাথে আমাদেরক সমাজের প্রতিটি দিককে নতুন রূপ দিতে প্রস্তুত।
The anxious generation by Jonathan Haidat
New York University সমাজ মনোবিজ্ঞানী Haidt বলেছেন যে স্মার্ট ফোন ও সোশ্যাল মিডিযয়ার ব্যাপক এক
ব্যাবহার বর্তমান যুবক দের মানষিক স্বাস্থ্ সংকট ও একাকিত্ব ও বিষন্নতা মাত্রা বৃদ্ধিতে অবদান রেখেছে।
বিল গেটস মনে করেন এই ধরনের বই শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের না এমনকি বাবা-মা দেরও পড়া উচিত।
কারন হিসেবে গেটস বলেছেন বিশেষ করে সমালোচনামূলক চিন্তা ভাবনা ও মনোযোগের উপর প্রভাব সম্পর্কে যেসব মা বাবারা বেশি চিন্তিত।
লেখক বলেছেন প্রযুক্তি কিভাবে মনোযোগের সময়কাল হ্রাস করতে পারে।
বিল গেটস বলেছেন “এই বইয়ের লেখক এই বইতে বিশ্বকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি সেই সম্পর্কে একটা জাগরণের আহ্বান দিয়েছেন,
এবং কিভাবে আমরা আমাদের পথ পরিবর্তন করতে পারি সে কথাও এই বইতে লেখা আছে
An unfinisd love story by Doris Kearns Goodwin
গডউইন এমন একজন লেখক যিনি পুলিৎসার পুরস্কার পেয়েছেন। তার সর্বশেষ এবং সর্বাধিক বিক্রিত বইটা
জীবন ও স্মৃতি কথার একটা সুন্দর সংমিশ্রণ ঘটিয়েছে। বিল গেটস এর কথা এই বইতে “বড় বড় নেতারা কিভাবে কঠিন সময় মোকাবিলা করেছেন সেই সম্পর্কে সুন্দর শিক্ষা প্রদান করা রয়েছে এই বইতে” কিন্তু
এছাড়াও এই বইতে বর্তমান সময়ের পাঠকদের জন্য একটা সুন্দর বার্তা আছে। ১৯৬০ এর দশক ও আজকের মধ্যে মিল খুঁজে বের করা কঠিন, রাজনৈতিক উত্থান ও প্রজন্ম গত দ্বন্দ্ব,
ও কলেজ ক্যাম্পাসগুলোর বিক্ষোভ সব তুলে ধরা আছে এই বইতে। তুমি যদি ষাটের দশক সম্পর্কে অনেক কিছু জানতে চাও এবং
তুমি যদি রাজনৈতিক গল্প পড়তে ভালবাস , বা এমন একটা গল্প যেখানে দুজন দম্পতির ভালোবাসার কথা লেখা আছে তাহলে আপনি এই বইটা পড়তে পারবেন।

